খেলা
ভারতের ভিসা পেতে জটিলতা পরিকল্পনা ভেস্তে গেল পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারবিশ্বকাপের আগে দুবাই গিয়ে পুরো দলকে একত্র করতে চেয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাদের সেই পরিকল্পনা আর সফল হচ্ছে না। কারণ তারা এখনও ভারতের ভিসাই পায়নি। ফলে দুবাই যাওয়া হচ্ছে না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
আগামীকাল দুবাই যেতে চেয়েছিল পাকিস্তান। সেখানে দুইদিন থেকে দলকে উজ্জীবীত করাই ছিল টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্য। সেখান থেকে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচের ভেন্যু ভারতের হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সেটা হচ্ছে না আর।
এখন তাদের দুবাই যেতে হবে বুধবার। এরপর সেখান থেকে সরাসরি ভারতে যাবে বাবর আজমের দল। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া না যাওয়ায় দর্শকবিহীন স্টেডিয়ামেই খেলতে হবে দুই দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩রা অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে শাহীন-হারিসরা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু পাকিস্তানই ভারতের ভিসা পায়নি। এ নিয়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। মূলত দুই দেশের রাজনৈতিক উত্তাপের কারণেই পাকিস্তানের ভিসা পেতে দেরী হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ১০ বছর ধরে। এ সময়ের মধ্যে পাকিস্তান একবারই ভারত সফরে গেছে, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দলের শুধুমাত্র মোহাম্মদ নওয়াজ আছেন এবারের বিশ্বকাপ দলে। বাকি কারও ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই।