খেলা
ভারতের ভিসা পেতে জটিলতা পরিকল্পনা ভেস্তে গেল পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারবিশ্বকাপের আগে দুবাই গিয়ে পুরো দলকে একত্র করতে চেয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাদের সেই পরিকল্পনা আর সফল হচ্ছে না। কারণ তারা এখনও ভারতের ভিসাই পায়নি। ফলে দুবাই যাওয়া হচ্ছে না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
আগামীকাল দুবাই যেতে চেয়েছিল পাকিস্তান। সেখানে দুইদিন থেকে দলকে উজ্জীবীত করাই ছিল টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্য। সেখান থেকে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচের ভেন্যু ভারতের হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সেটা হচ্ছে না আর।
এখন তাদের দুবাই যেতে হবে বুধবার। এরপর সেখান থেকে সরাসরি ভারতে যাবে বাবর আজমের দল। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া না যাওয়ায় দর্শকবিহীন স্টেডিয়ামেই খেলতে হবে দুই দলকে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]