বাংলারজমিন
নোয়াখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারদীর্ঘ ১৫ বছর পর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নোয়াখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচনে নয়া কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি বখতিয়ার শিকদার সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বখতিয়ার শিকদার। সাধারণ সম্পাদক পদে আবু নাছের মঞ্জু। ভোটে নির্বাচিত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি শাহ্ এমরান মো. ওসমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ এবং এআর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন শিবলু, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাসির উদ্দিন শাহ্ নয়ন, সাহিত্য, সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া রুবেল, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আবদুল মোতালেব, নুর রহমান ও মো. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।