বাংলারজমিন
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ক্যাপ্টেন মো. জাকারিয়া হোসেন
মোহাম্মদ রাশেদ খান
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) নির্বাচনী এলাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী গীতিকার ও সুরকার ক্যাপ্টেন মোঃ জাকারিয়া হোসেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সহ-সভাপতি খিলক্ষেত থানা, ঢাকা এবং বগুড়া জেলা জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির অন্যতম সমন্বয়কারী। তিনি জানান, আমি নির্বাচিত হলে বগুড়া-৩ আসনের (আদমদীঘি ও দুপচাঁচিয়া) উপজেলার সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমি তা করবো। এই দুই উপজেলায় কৃষি ক্যাম্প স্থাপন করবো। কৃষি ক্যাম্পে থাকবে কৃষি কাজে ব্যবহারের জন্য সার, বীজ, কীটনাশক এবং কৃষি সরঞ্জাম। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করবো। রাস্তাঘাটের উন্নয়নসহ পুরোনো ঈদগাহ মাঠগুলোকে আধুনিকরণ করবো। নিরক্ষরতা দূর করার জন্য গণশিক্ষা কার্যক্রম চালু করবো এবং প্রতি মাসে ২০ দিন এলাকায় গিয়ে উন্নয়নের কাজ পরিচালনা করবো। সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির রাজনীতি করছি। তাই অত্র এলাকার মানুষের আস্থা এবং সমর্থন পেয়েছি বলে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলে নির্বাচন করবো। তাই আমি আদমদীঘি এবং দুপচাঁচিয়া এই দুই উপজেলার জনগণের কাছ থেকে দোয়া, সমর্থন এবং ভালোবাসা চাই।