ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সরকার দেশের সর্বখাতে উন্নয়ন করেছে: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সর্বখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ জন্য বিশ্ব দরবারেও বাংলাদেশের উন্নয়ন এখন রোল মডেল। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

শনিবার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আনন্দ বাজারে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

এমপি শাওন বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশে লুটপাট করেছে। তাদের দরকার কেবল ক্ষমতার। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে জনগণের নয়, নিজেদের উন্নয়ন করে। এ জন্য তাদের ওপর এখন আর জনগণের আস্থা নেই। যার ফলে তারা এখন আর কোনো কর্মসূচিতেই সফল হতে পারছে না।

এ সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক পলপানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status