ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

'POK খালি করুন, সন্ত্রাস বন্ধ করুন': জাতিসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৬:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২২ অপরাহ্ন

mzamin

জাতিসংঘে বক্তব্য রাখার সময় পাকিস্তানকে একহাত নিলো ভারত। হুঁশিয়ারির সুরে পাকিস্তানকে কাশ্মীর ছাড়তে বলল সে। আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ করার পাশাপাশি তার অবৈধ দখলের অধীনে থাকা ভারতীয় অঞ্চলগুলিকে খালি করার আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কাশ্মীর ইস্যুটি উত্থাপন করার পরে এই প্রতিক্রিয়া এসেছে। ভারত ইউএনজিএ-তে নয়াদিল্লির বিরুদ্ধে বিরোধী প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে বারবার আন্তর্জাতিক ফোরামের অপব্যবহার করার জন্য ইসলামাবাদকে আঘাত করেছে। 

পাকিস্তানকে সে মনে করিয়ে দিয়েছে-''জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে মন্তব্য করার জন্য পাকিস্তানের কোন অধিকার নেই। ''ইউএনজিএ-র দ্বিতীয় কমিটির প্রথম সচিব পেটাল গেহলট বলেছেন-'' ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ প্রচার চালানোর জন্য এই ফোরামের অপব্যবহার করা পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থাগুলি ভালোভাবে জানে যে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিকে তার নিজের অপরাধ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এটি করে। 

''ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট পাকিস্তানের উদ্দেশে বলেছেন-'' আমরা পুনর্ব্যক্ত করছি যে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল (UTs) ভারতের অবিচ্ছেদ্য অংশ। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার জন্য পাকিস্তানের কোন অবস্থান নেই। ''কূটনীতিক পেটালের দাবি, পাকিস্তানের উচিত তর্কের মধ্যে না গিয়ে ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া।'' পেটাল মনে করিয়ে দেন, ''পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা বিশেষ করে হিন্দু শিখ এবং খ্রিস্টানদের অবস্থা শোচনীয়।

বিজ্ঞাপন
পাকিস্তানের নিজস্ব মানবাধিকার কমিশনের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে প্রতি বছর সংখ্যালঘু সম্প্রদায়ের আনুমানিক ১,০০০ নারী অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং বিয়ের শিকার হয়। পাকিস্তান সন্ত্রাসীদের আবাসস্থল হয়ে উঠেছে''। এর আগে তার বক্তৃতার সময়, পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কাকার বলেছিলেন যে তার দেশ ভারতের সাথে শান্তি চায় এবং জোর দিয়েছিলেন যে "কাশ্মীর দুই দেশের মধ্যে শান্তির চাবিকাঠি"। যদিও ভারত বারবার পাকিস্তানকে বলে এসেছে যে সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত

পাকিস্তান যদি ভারতের কোনো অঞ্চল দখল করে রাখতে পারে তাতে বুঝা যায় পাকিস্তান ভারতের তুলনায় হাজার গুন বেশি "হেটাম" ওয়ালা জাতি। এক্ষেত্রে ভারত নিজের সীমান্তে বসে ঘেউ ঘেউ করা ছাড়া আর কিছুই করার নাই।

শাজিদ
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

গুম-খুন-কারা নির্যাতিত বিএনপি নেতাদের স্বজনদের আহাজারি/ বাঁচার অধিকার না থাকলে সবাইকে একসাথে মেরে ফেলুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status