বাংলারজমিন
নগরকান্দায় পেঁয়াজের বাজারে অভিযান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৬:০৮ অপরাহ্ন

সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা পাকা রশিদ না থাকায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পাইকারি পেঁয়াজের আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে বাজারের রাজিব বাণিজ্যালয়ের রাজিব হোসেনকে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
এসময় উপজেলা কুষি কর্মকর্তা তিলক ঘোষ, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক লিয়াকত হোসেন, স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিনিধি শফিকুল খান জনি, এন এস আই আরিফ হোসেন পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।