অনলাইন
পেটের ভেতর থেকে বের করা হলো ১৫ ইঞ্চি ছুরির ফলা
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন
নেপালের একজন ২২ বছর বয়সী ব্যক্তি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকরা বেগতিক বুঝে তাঁকে এক্স-রে করতে বলেন। রিপোর্ট হাতে পেতেই হতবাক চিকিৎসকরা। ওই যুবকের পেটের ভিতরে ১৫ সেন্টিমিটারের ছুরির ফলা দেখতে পেয়ে চোখ কপালে ওঠার জোগাড় তাঁদের।
নিউজউইক অনুসারে, দিন দু’য়েক আগেই বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় ঝামেলায় জড়িয়ে পড়েছিল ওই যুবক। বচসার মধ্যেই তাঁর পেটে ছুরি চালিয়ে দেয় কেউ। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে একজন স্থানীয় স্বাস্থ্য কর্মী তার ক্ষতের জায়গায় সেলাই করে দেন। সেলাই করার সময় কেউ বুঝতে পারেনি তখনও ছুরির অর্ধেকাংশ রয়ে গেছে যুবকের পেটের ভেতর। কারণ তার শরীরে অস্ত্র প্রবেশের কোনও চিহ্ন ছিল না। ক্ষতটি ভালোভাবে সেলাই করার পর তাকে বাড়িতে পাঠানো হয়। তাছাড়া ঘটনাটি ঘটার সময় তিনি মদ্যপানে মত্ত ছিলেন বলে অন্যান্য ঘটনার কথা তার খুব বেশি মনে ছিল না। পরের দিন, তিনি ক্রমাগত পেটে অস্বস্তি অনুভব করতে থাকেন। যদিও তার কোনো বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনো সমস্যা ছিলো না, তার রক্তের মাত্রাও স্বাভাবিক ছিল বলে ডাক্তারি রিপোর্টে জানানো হয়েছে।
ডাক্তাররা যখন তার শরীরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন, তখন তারা তার ডান পাশে একটি সেলাইয়ের রেখা দেখতে পান এবং জিজ্ঞাসা করেন কি হয়েছে। তিনি তাদের ছুরিকাঘাতের ঘটনার কথা বলেছিলেন। এরপরেই ডাক্তাররা এক্স-রে করার সিদ্ধান্ত নেন। এক্স-রে রিপোর্ট হাতে পাবার পর ডাক্তাররা ওই যুবকের পেটের গহ্বরে ভাসমান ছুরির ফলাটি খুঁজে পান। ছুরিটি ভাসমান থাকলেও তার কোনো অঙ্গহানি হয়নি। এরপর ছুরির ফলাটি অপসারণের জন্য চিকিৎসকরা ল্যাপারোটমি করেন। চিকিৎসকদের ধারণা অপারেশনের পর ওই যুবক সুস্থ হয়ে উঠেছে, যদিও তার ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টের জন্য সে আর হাসপাতালে ফিরে আসেনি।
সূত্র : এনডিটিভি