ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন সুনাক

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন

mzamin

পরবর্তী প্রজন্মের কথা ভেবে বৃটেনে সিগারেট নিষিদ্ধ করতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দ্য গার্ডিয়ান সরকারি সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে। সুনাক গত বছর নিউজিল্যান্ডের ঘোষিত আইনের অনুরূপ ধূমপান বিরোধী পদক্ষেপের দিকে নজর দিচ্ছেন। নিউজিল্যান্ডে ২০০৯ সালের ১জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারীদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। 

বৃটিশ সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে ই-মেইল করে জানিয়েছেন -''আমরা ২০৩০ সালের মধ্যে ধূমপান মুক্ত সমাজ গড়তে আরও বেশি লোককে উৎসাহিত করতে চাই, যে কারণে আমরা ইতিমধ্যে ধূমপানের হার কমানোর জন্য পদক্ষেপ নিয়েছি।'' এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে বিনামূল্যের ভ্যাপ কিট, অন্তঃসত্ত্বা নারীদের জন্য একটি ভাউচার স্কিম। সিগারেট প্যাকেটের ভিতরেও বাধ্যতামূলক সতর্কতাবিধি যোগ করা হয়েছে। বিবেচিত নীতিগুলি পরের বছরের প্রত্যাশিত নির্বাচনের আগে সুনাকের দলের জন্য একটি নতুন ড্রাইভের অংশ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

গত মে মাসে বৃটিশ সরকার জানায়, খুচরা বিক্রেতারা শিশুদের বিনামূল্যে ই-সিগারেটের নমুনা দিলে তা কঠোর হাতে দমন করা হবে। ইংল্যান্ড ও ওয়েলসের কাউন্সিলও গত জুলাই মাসে সরকারকে ২০২৪ সালের মধ্যে সিঙ্গেল ইউজ ভেপ বিক্রি ও ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : রয়টার্স

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

গুম-খুন-কারা নির্যাতিত বিএনপি নেতাদের স্বজনদের আহাজারি/ বাঁচার অধিকার না থাকলে সবাইকে একসাথে মেরে ফেলুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status