অনলাইন
ভিসা নিষেধাজ্ঞায় দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব পড়বে না: সালমান এফ রহমান
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে যারাই সহিংসতা করবে তারাই আমেরিকার ভিসা নীতির মধ্যে পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীতে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি কনফারেন্সে অংশ নেয়ার পর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা দেবে তাদের জন্যই আমেরিকার ভিসা নীতি, এটা ভালো। কারণ সরকার বলছে সুষ্ঠু নির্বাচন করবে, আর বিরোধী দল বলছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেবে না।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, তারা স্বচ্ছ নির্বাচন চান। আমরাও বলেছি, স্বচ্ছ নির্বাচন করবো। এখন তাদের পর্যবেক্ষক আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে এলো কি এলো না সেটা তাদের ব্যাপার।
সালমান এফ রহমান বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ। এর আগে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল। শেখ হাসিনা সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ থেকে সরিয়ে স্বাধীন একটি নির্বাচন কমিশনের রূপ দিয়েছেন। আমরা স্বচ্ছ ব্যালট বক্স করেছি।