ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

আমেরিকান হরর স্টোরির চমক কিম কার্দাশিয়ান

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

আমেরিকান হরর স্টোরি নিয়ে বরাবরই দর্শকমনে উন্মাদনা থাকে। রায়ান মারফির লোমহর্ষক এই সিরিজে জেসিকা ল্যাঞ্জ থেকে অ্যাঞ্জেলা ব্যাসেট, ক্যাথি বেটস- এর মতো নায়িকারা দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুতেই ভাঁটা পড়ে। মারফির, লেখকরাও নতুন করে গল্পের জন্য আকর্ষণীয় থিম খুঁজে পাচ্ছিলেন না এবং  প্রয়োজন ছিলো এমন কিছুর যা দর্শকদের মনে ছাপ ফেলবে। তবে সুখবর।  ১২তম সিরিজে  আবারও আগ্রহ বেড়েছে, কিম কার্দাশিয়ানকে কেন্দ্র করে। সেইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি পারবেন ? 

গল্পের পঞ্চম সিরিজে লেডি গাগার অংশগ্রহণও কৌতূহল জাগিয়েছিলো। যদিও কার্দাশিয়ানের অভিনয় ক্যারিয়ার হলিউডে সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে আমেরিকান হরর স্টোরিতে যেটুকু সময় তাকে দেখা গেছে তাতে তিনি বাজিমাত করেছেন। যদিও গল্পের আগের সিজনগুলি সাধারণ ছিলো, তবে  ড্যানিয়েল রোলিন্সের সাম্প্রতিক একটি উপন্যাস থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে আমেরিকান হরর স্টোরি সিজন-১২। গল্প অনুযায়ী- আনা তার IVF নিয়ে বেশ উত্তেজিত ছিলো। নিউইয়র্কের সবচেয়ে বড় বিশেষজ্ঞের সহায়তা আনা মা হবার স্বপ্ন দেখতে থাকে। তবে চিকিৎসার সাথে সাথে দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় আনাকে। সে একাধিকবার অনভিপ্রেত ঘটনার মুখে পড়ে। গল্পটির সাথে ২০২১ সালে লেখা রোমান পোলানস্কির  থ্রিলারের মিল রয়েছে। চিত্রনাট্যকার হ্যালি ফিফার,  টিভি ডিরেক্টর জেসিকা ইউ এবং তার প্রোডাকশন ডিজাইন টিমের সকলেই আমেরিকান হরর স্টোরির জন্যি নিজেদের সেরাটা দিতে ঝাঁপিয়ে পড়েছেন। 

অন্যান্য সিজনের তুলনায় আমেরিকান হরর স্টো, রির সিজন -১২ এর ভক্তদের হতাশ করতে পারে, তবে এটি বাকিদের কাছে কম বিরক্তিকর। সংক্ষিপ্তভাবে এটি #BelieveWomen সচেতনতা জাগিয়ে তোলে। আসলে দৈনন্দিন জীবনে ভয় ও যন্ত্রণাকে কমাতে অনেক নারী ওষুধের শরণাপন্ন হন, বিশেষ করে গর্ভাবস্থায়।রোলিন্সের বইটি এটিকে আরও বিশদভাবে অন্বেষণ করেছে।

সূত্র :  দ্য গার্ডিয়ান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status