শেষের পাতা
যুক্তরাষ্ট্র বিশ্বাস করে অবাধ, সুষ্ঠু নির্বাচনে ভিসা নীতি সাহায্য করবে
তারিক চয়ন
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশটির স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “আমাদের আজকের পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।”
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে এ ধরনের বিধিনিষেধ কাজ করবে কিনা তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতুহল। এ বিষয়ে জানতে চাইলে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার মানবজমিনকে বলেন, "আমরা অবশ্যই বিশ্বাস করি যে, (এক্ষেত্রে) এই (ভিসা) নীতি সাহায্য করবে। এই নীতির উদ্দেশ্য, এটা দেখানো যে আমরা বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার। সহিংসতা কমাতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড রোধ করতে আমরা কাজ করছি। বাংলাদেশের জনগণ যা চায় আমরাও সেটাই চাই: আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যাতে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা বেছে নিতে পারে"।
উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে চলতি বছরের ২৪ মে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা 212(a)(3)(C) (“3C”) এর অধীনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন।
পাঠকের মতামত
সহিংসতা কমাতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড রোধ করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। বাংলাদেশের জনগণ যা চায় সেটাই চায়: আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যাতে বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা বেছে নিতে পারে।
এটা তো ইন্ডিরেক্টলি শাস্তি!
বাংলাদেশ নিয়ে আমেরিকা বা অন্য দেশের হস্তক্ষেপ শুভ লক্ষন নয়, তারা দেশের বারোটা বাজিয়ে দিবে। আমেরিকার উদ্দেশ্য অন্য কিছু।
ধন্যবাদ জনাব তারিক চয়ন ভাই। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপনার অক্লান্ত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করার জন্য ধন্যবাদ আমেরিকার সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ ও সমস্ত পৃথিবীতে মানবাধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করার জন্য
Thank you so much, it’s a great decision
কারো উপর ভিসা নীতি প্রয়োগ করে যদি তার নাম প্রকাশ না করা হয় তাহলে সেটা ভিসা নীতি প্রয়োগ না করারই শামিল। আমার মনে হয় সেলফি জয়যুক্ত হয়েছে । সরকার এখন জোর গলায় বলবে তাদের কারো উপর ভিসানীতি প্রয়োগ হয়নি। কারো পক্ষে প্রমান করা সম্ভব হবেনা প্রয়োগ হয়েছে।
হাইজ্যাক হয়ে যাওয়া বাংলাদেশের জনগণের ভোটাধিকার এবং মানবাধিকার উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীদের উচিৎ আরো কঠোর পদক্ষেপ নেয়া।
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাওয়া হলো, দেশটা ভালো থাকুক ........ এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো অবাধ, সুষ্ঠু, সত্যিকারের নিরপেক্ষ এবং সর্বোপরি সব দলের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন। আমরা দেশবাসী এটাই চাই।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন
শেষের পাতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]