বাংলারজমিন
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে জলিল হোসেনের বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শাহজাহান আলী উপজেলার বিনোদপুর গ্রামের মৃত দুলাল মণ্ডলের ছেলে। জানা গেছে, শাহজাহান আলী একজন গাছ কাটা শ্রমিক ছিলেন। গত বৃহস্পতিবার সে রাকড়া গ্রামের জলিল হোসেনের বাড়িতে গাছ কাটার কাজ করতে যায়। গাছ কাটার সময় গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়লে গাছের সংস্পর্শে থাকা শাহাজাহান আলী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ও জলিল হোসেনের বাড়ির লোকজন তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন