বাংলারজমিন
আমিরাত ফেরত যাত্রীর রাইস কুকারে দেড় কোটি টাকার সোনা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারচট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীর লাগেজে থাকা রাইস কুকার থেকে ১ কেজি ৮০০ গ্রাম চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। গতকাল সকাল সাড়ে ৭টার ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন ওই যাত্রী। আটক হওয়া ওই যাত্রীর নাম মো. আলী। তিনি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী এলাকার মো. মুসার পুত্র।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট নম্বর-জি৯৫২৬-এ করে মোহাম্মদ আলী চট্টগ্রাম আসেন। পরে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে। সকাল সাড়ে ৯টায় তার লাগেজ কেটে রাইস কুকারের লোহার খাচের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭শ’ গ্রাম স্বর্ণ ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্যাহ বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এখন আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।