বাংলারজমিন
গারো পাহাড় দখল করে চাষাবাদ নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
জামালপুর জেলার উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের সীমানায় গারো পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি ছিল এই গারো পাহাড়। এখানে উঁচু-নিচু টিলায় হাজারো প্রজাতির গাছপালায় ছিল ভরপুর। পাহাড়ের উঁচু-নিচু টিলার নিচ দিয়ে বয়ে যায় ঝর্ণার স্বচ্ছ পানি। হাজারো প্রজাতির জীবজন্তু সাপ বিচ্ছুর আনাগোনা ছিল পাহাড়জুড়ে। বাঘ, ভালুক, হরিণ, বানর, কাঠবিড়ালি, বন্যশূকর, বন্যগরু-মহিষ, এমনকি বন্যহাতির বিচরণ ছিল পাহাড়জুড়ে। এখানে বাস করতো হাতেগোনা কিছু উপজাতি পরিবার। তারা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের জমিতে জুমচাষ করে, লাকড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু বর্তমানে গারো পাহাড়ের হাজারও জনগোষ্ঠী অবৈধভাবে পাহাড়ের উঁচু-নিচু টিলায় ঘরবাড়ি নির্মাণ করে পাহাড়ের পরিবেশ নষ্ট করে ফেলেছে। সৌন্দর্য হারিয়েছে পাহাড়টি।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]