ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

স্বর্গের সিঁড়িতে উঠতে গিয়ে ৩০০ ফুট নিচে পড়ে মৃত্যু বৃটিশ পর্যটকের

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

অস্ট্রিয়ার সালজবার্গ শহরের ঠিক বাইরে ডাচস্টেইন পর্বতমালার জুয়েসেলমে এলাকার নয়া আকর্ষণ হল এই 'স্বর্গের সিঁড়ি'। পাহাড়ের গা বরাবর খাড়া উঠে গিয়েছে এই মই। মইটি পর্যন্ত পৌঁছতে গেলে পাহাড়ের চারটি দুর্গম ধাপ পেরিয়ে আসতে হয়। তারপর পর্বতারোহীদের জন্য অপেক্ষা করে ওই ৪০ মিটারের সিঁড়িটি। এটিই এই এলাকার প্রধান আকর্ষণ। সিঁড়ি দিয়ে ওঠার সময় ডাচস্টেইন হিমবাহের পাশাপাশি, অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত, গ্রবগ্লোকনারের অপরূপ দৃশ্যও দেখা যায়।  

এই নৈসর্গিক দৃশ্যের টানে ডাচস্টেইনে ছুটে গিয়েছিলেন বৃটিশ পর্যটক। ৪২ বছর বয়সী বৃটিশ পর্যটকের নাম জানানো হয়নি। মর্মান্তিক ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর। জানা গিয়েছে তিনি একা-একাই ওই দুর্গম পথে যাত্রা করেছিলেন। তবে মাঝপথে এক জায়গায় বাতাসে ঝুলন্ত ওই মই থেকে তিনি পা পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং এক জোড়া উদ্ধারকারী হেলিকপ্টারে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা তার মরদেহ উদ্ধার করে।

কর্তৃপক্ষ কোনো তৃতীয় পক্ষের অবহেলার কথা অস্বীকার করেছে, দাবি করেছে যে দুর্ঘটনার সময় পর্বতারোহী সম্পূর্ণ একা ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বারবার জানিয়েছে, উচ্চতার কারণে ওই এলাকায় আবহাওয়া অত্যন্ত হালকা। তাই অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম। এই পরিস্থিতিতে কী করা উচিত, তা একমাত্র অভিজ্ঞ পর্বতারোহীরাই জানেন। তাই এই পথে পাহাড়ে চড়তে গেলে পর্বতারোহণে যথেষ্ট অভিজ্ঞতা থাকা দরকার। এই সিঁড়ি বেয়ে ওঠার সময় যে অ্যাড্রিনালিন ক্ষরণ হয় তা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ, তাই এই ভয়ঙ্কর সিঁড়িকে স্থানীয়রা স্বর্গের সিঁড়ি বলে ডাকেন। 

৪০ মিটারের প্যানোরামা-সিঁড়িটি পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। 'দ্য ল্যাডার টু হেভেন' পেশাদার পর্বতারোহী হেলি পুটজ তৈরি করেছেন বিশেষজ্ঞদের দিয়ে। এখানে পর্বতারোহণের ক্ষেত্রে সবসময় অভিজ্ঞদের সুপারিশ করা হয়, এটি কোনোভাবেই নতুনদের জন্য নয়।

সূত্র: এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status