খেলা
কেন তরবারি হাতে নাচলেন রোনালদো-মানে?
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

পরনে সাদা জুব্বা, তার ওপর সৌদি আরবের ঐতিহ্যবাহী গাউন, মাথায় আবার লাল রঙের নকশাখচিত কেফিয়েহ বা পাগড়ি, আরবী গানে তাল মিলিয়ে নাচছেন তরবারি উঁচিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেদের এমনই একটি ভিডিও প্রকাশ করেছে প্রো লীগের দল আল নাসর এফসি। দুই সুপারস্টারের এমন করার কারণ কী? মূলত সৌদি আরবের জাতীয় দিবস উদযাপনেই রোনালদো ও মানের এমন সাজ-সজ্জা।
প্রত্যেক বছরের ২৩শে সেপ্টেম্বর নিজেদের জাতীয় দিবস পালন করে সৌদি আরব। অর্থাৎ, মধ্যপ্রাচ্যের বিশেষ এই দিনটি আগামীকাল। এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে একদিন আগেই সকল খেলোয়াড় এবং স্টাফদের নিয়ে সৌদি আরবের সংস্কৃতি চর্চার একটি ভিডিও প্রকাশ করে আল নাসর এফসি। সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সেই ভিডিওর শিরোনামে ক্লাবটি লিখেছে, ‘একই পতাকার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বপ্ন দেখি এবং তা অর্জন করি।’
দুই মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা থোব বা জুব্বা পরনে তিন শিশু সবার চোখ ফাঁকি দিয়ে আল নাসর এফসির ভবনে ঢুকে যায়। ক্লাবের ভেতরে ঢুকে শিশুরা দেখতে পায়, ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা ফিতা টেনে একজনের জুব্বার মাপ নিচ্ছেন। এরপর শিশুরা দেখতে পায়, কেউ সেলুনে চুল কাটিয়ে প্রস্তুত হচ্ছেন। আবার কেউ আরবের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র প্রস্তুত করছেন।
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের থোব বা জুব্বার ওপর কালো বিস্ট বা গাউন পরনে রোনালদো কখনো হাসছেন, কখনো বা তরবারি উঁচিয়ে নাচছেন। সাদিও মানের পরনে ছিল সোনালী ও সাদা রঙের মিশেলে তৈরি বিস্ট।
বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসর এফসিতে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আল নাসর। তখনও জুব্বা, তরবারি নিয়ে ট্রাডিশনাল সেলিব্রেশনে মেতেছিলেন রোনালদো। তবে সম্প্রতি আল নাসরে যোগ দেয়া সাদিও মানে প্রথমবারের মতো সৌদি আরবের সংস্কৃতির চর্চা করলেন।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]