খেলা
লিভারপুলের জয়ের রাতে সালাহ-ক্লপের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫১ অপরাহ্ন

দাপুটে জয়ে উয়েফা ইউরোপা লীগে শুভ সূচনা করলো লিভারপুল। বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার রেইফেইসেন অ্যারেনায় স্বাগতিক লিঞ্জার অ্যাথলেটিক ক্লাবকে (লাস্ক) ৩-১ গোলে হারায় অলরেডরা। দলের জয়ে ভিন্ন দুটি রেকর্ড হয় লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও কোচ ইয়ুর্গেন ক্লপের।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪তম মিনিটে পিছিয়ে যায় লিভারপুল। গোলটি করেন লাস্কের অস্ট্রিয়ান মিডফিল্ডার ফ্লোরিয়ান ফ্লেকার। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর ৫৬তম মিনিটে সফল স্পটকিকে ম্যাচে সমতা টানেন লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজ। ৬৩তম মিনিটে অলরেডদের লিড এনে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। আর ৮৮তম মিনিটে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। এই গোলেই রেকর্ডবুকে নাম তোলেন মিশরীয় ফরোয়ার্ড। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ নিয়ে ৪২ গোল করলেন সালাহ।
লিভারপুলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি ছিল ইয়ুর্গেন ক্লপের ৫০তম জয়। । ৪৯ জয় নিয়ে তালিকার দুইয়ে অলরেডদের সাবেক স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজ। অসাধারণ অর্জনেও অবশ্য সন্তুষ্ট হতে পারেননি ক্লপ। হয়তো রেকর্ডের মঞ্চটা দ্বিতীয় সেরা ইউরোপিয়ান প্রতিযোগিতা ইউরোপা লীগ হওয়ার কারণেই। প্রিমিয়ার লীগের গত মৌসুমে পঞ্চম হওয়ায় ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লীগে সুযোগ হয়নি লিভারপুলের। ম্যাচ শেষে ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘গ্রুপ পর্বের পরও যদি ৫০ (জয়) থাকে, এমনকি লিভারপুল কোচ হিসেবে ইউরোপে যদি সবচেয়ে বেশি ম্যাচও জিতি, তবু লোকে এটা ঘৃণা করবে। সর্বোচ্চসংখ্যক ম্যাচ জিতলেও লোকে এটা ঘৃণা করবে।’ ইউরোপা লীগে অবনমন হওয়ায় তুমুল সমালোচিত হয়েছেন ইয়ুর্গেন ক্লপ।
সালাহ-ক্লপের রেকর্ডের দিনে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের অভিষেকেই কীর্তি গড়েন লিভারপুলের তরুণ ফুটবলার বেন ডোক। ইউরোপীয় টুর্নামেন্টে অলরেডদের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হলো ১৭ বছর ৩১৪ বয়সী এই স্কটিশ উইঙ্গারের। আগের রেকর্ডটি ছিল ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের। ১৭ বছর ২৫৯ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন লিভারপুলের সাবেক ফুটবলার। বর্তমানে চেলসিতে খেলা স্টার্লিংয়ের আগে রেকর্ডটির মালিক ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল ওয়েন। ১৭ বছর ২৭৬ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ইউরোপা লীগে ‘ই’ গ্রুপের রাতের অন্য ম্যাচে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন এসজির সঙ্গে ১-১ গোলে ড্র করে ফরাসি লিগ ওয়ানের দল তুলুজ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে লিভারপুল। ১ পয়েন্ট নিয়ে দুইয়ে তুলুজ। সমান পয়েন্টে তিনে ইউনিয়স এসজি। আর টেবিলের তলানিতে থাকা লাস্কের পয়েন্ট শূন্য।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]