ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

দৃশ্যপটে আজিজ মোহাম্মদ ভাই

স্টাফ রিপোর্টার
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবারmzamin

রীতিমতো সিনেম্যাটিক চরিত্র। খুন, প্রেম, নায়িকা- কিসে আলোচনায় আসেননি তিনি। গডফাদার, অপরাধ দুনিয়ার ডন। কতো নামেই না খবর হয়েছিলেন আজিজ মোহাম্মদ ভাই। আড়ালে ছিলেন বছরের পর বছর। ছিলেন ব্যাংককে। হঠাৎ উদয় হলেন প্যারিসে। সম্প্রতি সেখানে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। বলাবলি আছে, আড়াইশ’ কোটি টাকার বেশি খরচ হয়েছে ওই আয়োজনে। অনুষ্ঠানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন
তার মধ্যে আজিজ মোহাম্মদ ভাইয়ের ছবি দেখে চমকে উঠেছেন অনেকে। যদিও চেহারায় এসেছে বেশ পরিবর্তন।

আজিজ মোহাম্মদ ভাই শিরোনাম হয়েছেন বারবার। ১৯৯৮ সালের ১৮ই ডিসেম্বর খুন হন চিত্রনায়িকা দিতির স্বামী নায়ক সোহেল চৌধুরী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে আজিজ মোহাম্মদের বিরুদ্ধে। এ মামলাতেই ১৯৯৯ সালের ৬ই জানুয়ারি পুলিশ গ্রেপ্তার করে তাকে। পরে মুক্তি পেয়ে চলে যান আড়ালে। খুনের অভিযোগ এটিই অবশ্য তার বিরুদ্ধে প্রথম নয়। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর পরও অভিযোগ উঠে আজিজের বিরুদ্ধে। 

আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ১৯৪৭ সালে ভারতের কানপুর থেকে পুরান ঢাকায় আসে। ইস্পাতের ব্যবসা ছিল তার বাবা মোহাম্মদ ভাইয়ের। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড, এমবি ফার্মাসিউটিক্যালস, এমবি ফিল্মসহ একাধিক প্রতিষ্ঠানের উত্তরাধিকারসূত্রে মালিকানা পান আজিজ মোহাম্মদ ভাই। অল্প বয়সে বিপুল সম্পত্তির মালিক হয়ে ভোগবিলাসে মত্ত হন তিনি। গুলশানের বাড়িতে নিয়মিত আয়োজন করতেন পার্টির। এসব পার্টিতে বাংলাদেশের নায়িকা, মডেলদের যাতায়াত ছিল অবাধ। মুনমুন সেন, মমতা কুলকার্নির মতো অভিনেত্রীদের পা-ও পড়েছিল সে বাড়িতে।  ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারি ঘটনায়ও উঠে আসে তার নাম। সে সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। এখন থাইল্যান্ড, হংকং ও সিঙ্গাপুরে তার ব্যবসা থাকার কথা জানা যায়। মুম্বইয়ের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে আজিজ মোহাম্মদের ঘনিষ্ঠ যোগাযোগের আলোচনাও রয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশের কিংবদন্তী নায়ক সালমান শাহ হত্যার নির্দেশদাতা আজিজ মোহাম্মদ ভাই এর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড চাই।

মোহাম্মদ আলী রিফাই
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:২৬ পূর্বাহ্ন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর পরও অভিযোগ উঠে আজিজের বিরুদ্ধে। দেয়ালে কান পাতলে আজো মা নীলা চৌধুরীর কান্না শোনা যায়। এসব দুর্বৃত্তরা ময়দান চষে বেড়ায়, এর কারণ তারা অপকর্ম করার মত পরিবেশ পায়। যে সমাজে অপকর্মের চাষ হয় সেখানে এরা দুষ্ট চক্রে ময়দান গরম করে নষ্টদম ছাড়ে আর দাঁত কেলিয়ে হাসতে পারে। নামের কি বাহার, আজিজ মোহাম্মদ, শান্তিদূত মোহাম্মদ নামটির কি পরিমান অমর্যাদা এরা করে গিয়েছে। দিনের পর দিন নীলা চৌধুরীর খুটি নাটি বিষয়ও শুনেছি। সন্তানের কষ্টে মায়ের আহাজারীর সামনে এদের কোন জবাব দেখি নাই।

Nazma Mustafa
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:১১ অপরাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status