খেলা
রিয়ালকে জিতিয়ে বেলিংহ্যামের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
ম্যাচজুড়ে মুহুর্মুহু আক্রমণে ইউনিয়ন বার্লিনের রক্ষণ ব্যতিব্যস্ত রাখে রিয়াল মাদ্রিদ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না লস ব্লাঙ্কোরা। ফল যখন প্রায় নিশ্চিত, বার্লিন যখন পয়েন্টে ভাগ বসানোর স্বপ্ন বুনছিল, সেই অন্তিম মুহূর্তে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন জুড বেলিংহ্যাম। দুর্দান্ত গোলে ছিনিয়ে আনেন জয়। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারায় রিয়াল। শেষ মুহূর্তে দলকে জিতিয়ে রেকর্ড গড়েন বেলিংহ্যাম।
ঘরের মাঠে গোটা ম্যাচে আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। ৭৬ শতাংশ বল দখলে রেখে ৩২টি শট নেয় লস ব্লাঙ্কোরা। যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে মাত্র ২৪ শতাংশ বল দখলে রাখা ইউনিয়ন বার্লিন ৪টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। একের পর এক আক্রমণ করলেও বারবার বার্লিনের রক্ষণে ব্যর্থ হচ্ছিলো রিয়াল।
ম্যাচ শেষে বেলিংহ্যামকে প্রশংসায় ভাসান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘বেলিংহ্যাম মানসম্পন্ন খেলোয়াড়। ভাগ্যও আজকে তার সহায় হয়েছে। সে অন্য খেলোয়াড়দের চেয়ে বেশি স্মার্ট। সে যোগ্যতাসম্পন্ন প্লেয়ার। আর নিজের সেরাটা কাজে লাগাচ্ছে।’ ‘সি’ গ্রুপে রাতের অন্য ম্যাচে স্পোর্টিং ব্রাগাকে ২-১ গোলে হারায় নাপোলি।
এতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে ইতালিয়ান সিরি আ’র ক্লাবটি। নাপোলির সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]