খেলা
বায়ার্নের কাছে হারের ‘দায়’ নিলেন ইউনাইটেড গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
৭ গোলের ম্যাচে হারের ব্যবধান ১ গোল। সেই ১ গোল আবার ম্যানচেস্টার ইউনাইটেড হজম করেছে গোলকিপার আন্দ্রে ওনানার অবিশ্বাস্য ভুলে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ শেষে তাই দলের হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন এই গোলরক্ষক। বুধবার চ্যাম্পিয়নস লীগের ‘এ’ গ্রুপ পর্বের ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-৪ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই দলের রোমাঞ্চকর লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আন্দ্রে ওনানার হাস্যকর ভুলে ইউনাইটেডের গোল হজমের ঘটনা। এদিন ম্যাচের ২৮তম মিনিটে হ্যারি কেইনের সঙ্গে বল আদান-প্রদান করে বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন বায়ার্ন তারকা লেরয় সানে। সেই শট প্রতিহত করতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন ইউনাইটেডের ক্যামেরুন গোলরক্ষক ওনানা। বল নাগালেও ছিল, কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্যভাবে গ্লাভস ফসকে বল জালে জড়ায়। ম্যাচ শেষে নিজেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চান ওনানা। টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমার ভুলের পর ম্যাচে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি। আমার জন্য পরিস্থিতিটা কঠিন। দলের মাথা নত হয়েছে আমার কারণে। আমার কারণেই দল এ ম্যাচ জিততে পারেনি। তবে এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। গোলরক্ষকদের জীবন এমনই।’ ৪ কোটি ৭২ লাখ পাউন্ড খরচ ডেভি হিয়ার জায়গায় ওনানাকে দলে ভেড়ায় ইউনাইটেড। কিন্তু রেড ডেভিলদের হয়ে এখন পর্যন্ত সময়টা মোটেও ভালো কাটেনি তার। ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে এ পর্যন্ত ১৪ গোল হজম করেছেন তিনি। প্রত্যাশার চাপ মেটাতে না পারলেও নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেননি ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। ওনানা বলেন, ‘তারা (বায়ার্ন) কোনো সুযোগ তৈরি করেনি। প্রথম শটটি পোস্টে ছিল, আমি ভুল করেছি এবং দলও হেরেছে। আমরা শেষ পর্যন্ত লড়েছি, কিন্তু আমাকে এটা স্বীকার করতে হবে যে দল আমার কারণেই জেতেনি। আমার এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে।’ এর আগে ওনানার হাস্যকর ভুলের চার মিনিট পর আবারও গোল হজম করে ইউনাইটেড। বায়ার্নের পক্ষে ব্যবধান দ্বিগুন করেন সার্জি ন্যাব্রি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে ইউনাইটেড। রাশফোর্ডের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন রাসমুস হয়লুন্ড। ৪ মিনিটের ব্যবধানে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। ৮৮তম মিনিটে গোল করে স্কোরলাইন ৩-২ করেন ক্যাসেমিরো। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। এর তিন মিনিট পর ইউনাইটেডের পক্ষে ব্যবধান কমানো গোল করেন ক্যাসেমিরো। তবে শেষ পর্যন্ত এই ব্রাজিলিয়ানের জোড়া গোলেও হার এড়াতে পারেনি ইউনাইটেড।