খেলা
বায়ার্নের কাছে হারের ‘দায়’ নিলেন ইউনাইটেড গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
৭ গোলের ম্যাচে হারের ব্যবধান ১ গোল। সেই ১ গোল আবার ম্যানচেস্টার ইউনাইটেড হজম করেছে গোলকিপার আন্দ্রে ওনানার অবিশ্বাস্য ভুলে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ শেষে তাই দলের হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন এই গোলরক্ষক। বুধবার চ্যাম্পিয়নস লীগের ‘এ’ গ্রুপ পর্বের ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-৪ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই দলের রোমাঞ্চকর লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আন্দ্রে ওনানার হাস্যকর ভুলে ইউনাইটেডের গোল হজমের ঘটনা। এদিন ম্যাচের ২৮তম মিনিটে হ্যারি কেইনের সঙ্গে বল আদান-প্রদান করে বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন বায়ার্ন তারকা লেরয় সানে। সেই শট প্রতিহত করতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন ইউনাইটেডের ক্যামেরুন গোলরক্ষক ওনানা। বল নাগালেও ছিল, কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্যভাবে গ্লাভস ফসকে বল জালে জড়ায়। ম্যাচ শেষে নিজেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চান ওনানা। টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]