খেলা
এশিয়ান গেমস ফুটবল
আত্মঘাতী গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে প্রথমবারের মতো উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। উজবেকিস্তান, কাতার আর থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপে বাংলাদেশ খেলেছিল দুর্দান্ত। জামাল ভূঁইয়ার গোলে কাতারের মতো দলকে হারিয়েছিল। ড্র করেছিল থাইল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াইটা মন্দ হয়নি। হেরেছিল ৩-১ গোলে। গত আসরের সুখস্মৃতি নিয়ে অংশ নেয়া বাংলাদেশের এবার শুরুটা হয়েছে দুুর্ভাগ্যের হার দিয়ে। গতকাল হাংজুর ঝিয়াওশেন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের ভুলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ডের বল রুখতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বাংলাদেশের ডিফেন্ডার মুরাদ হাসান তপু। সিনিয়র কোটায় দলের সঙ্গে গিয়েছেন মুরাদ।
এরপরই ফ্রি কিক থেকে রবিউলের শট আবারও পোস্টে ঢোকার মুহূর্তে এক হাত দিয়ে প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। শেষের দিকে সুমন রেজার একটি প্রচেষ্টা বারে প্রতিহত হয়। আগামীকাল ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর ভারত এবং ২৪শে সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৩শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন হবে। তবে কাল ফুটবল দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়ান গেমস।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]