খেলা
এশিয়ান গেমস ফুটবল
আত্মঘাতী গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে প্রথমবারের মতো উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। উজবেকিস্তান, কাতার আর থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপে বাংলাদেশ খেলেছিল দুর্দান্ত। জামাল ভূঁইয়ার গোলে কাতারের মতো দলকে হারিয়েছিল। ড্র করেছিল থাইল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াইটা মন্দ হয়নি। হেরেছিল ৩-১ গোলে। গত আসরের সুখস্মৃতি নিয়ে অংশ নেয়া বাংলাদেশের এবার শুরুটা হয়েছে দুুর্ভাগ্যের হার দিয়ে। গতকাল হাংজুর ঝিয়াওশেন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের ভুলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ডের বল রুখতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বাংলাদেশের ডিফেন্ডার মুরাদ হাসান তপু। সিনিয়র কোটায় দলের সঙ্গে গিয়েছেন মুরাদ। অথচ তার ভুলেই ড্র করতে থাকা ম্যাচটি হেরে বসে বাংলাদেশ। এদিন মিয়ানমারের বিপক্ষে কিছুটা প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলার চেষ্টা করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিমের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে না গেলে তখনই গোল পেতে পারতো লাল-সবুজ দল। মিয়ানমার চেষ্টা করেও পারেনি মিতুল মার্মাকে পরাস্ত করতে। বিরতির পর বাংলাদেশ সুযোগ বেশি পায়। তবে মিয়ানমারের গোলরক্ষক ছিলেন ত্রাতার ভূমিকায়। ৬১ মিনিটে রবিউলের ফ্রি কিক গোলরক্ষক প্রতিহত করলে বঞ্চিত হয় বাংলাদেশ। ৬৭ মিনিটে আত্মঘাতী গোল থেকে পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মুরাদ। ৭৫ মিনিটে মিয়ানমার ১০ জনের দলে পরিণত হয়। বাংলাদেশের একজনকে পোস্টে ঢোকার আগে এক ডিফেন্ডার ফেলে দেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান।
এরপরই ফ্রি কিক থেকে রবিউলের শট আবারও পোস্টে ঢোকার মুহূর্তে এক হাত দিয়ে প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। শেষের দিকে সুমন রেজার একটি প্রচেষ্টা বারে প্রতিহত হয়। আগামীকাল ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর ভারত এবং ২৪শে সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৩শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন হবে। তবে কাল ফুটবল দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়ান গেমস।