বাংলারজমিন
লামায় ছোট ভাইকে হত্যা
লামা (বান্দরবান) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারবান্দরবানের লামায় টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বড় ভাই মো. ইউনুস (২৪) এর লাঠির আঘাতে ছোট ভাই আব্দুর রশিদ (২২) এর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। পরে খবর পেয়ে রাত ২টায় লামা থানা পুলিশ ফাইতং রাঙ্গাঝিরি দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। ঘাতক মো. ইউনুস ও নিহত আব্দুর রশিদ উভয়ে ফাইতং ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার আবুল কালামের ছেলে। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের বড় ভাই মো. ইউনুসকে আটক করা হয়েছে। হত্যা মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।