বাংলারজমিন
সোনাগাজীতে রোহিঙ্গা যুবক আটক
ফেনী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারফেনীর সোনাগাজীতে মোবাইল ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আবদুল খালেক (৩০) কে আটক করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে ছিনতাইকালে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েছে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম। আটক আবদুল খালেক কঙবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, গতকাল সকালে উপজেলার বক্তারমুন্সি বাজারে এক পথচারীর মোবাইল ছিনতাইকালে স্থানীয়রা যুবককে আটক করে। এ সময় তার সঙ্গে আরও এক সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবক আবদুল খালেক নিজেকে কঙবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায়। সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।