বাংলারজমিন
সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারজামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার বিরোধী দল শূন্য নির্বাচনের মাধ্যমে ফের গদি দখলের ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনদাবিকে উপেক্ষা করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে ফের পাতানো নির্বাচনের দিকে হাঁটছে। তিনি মঙ্গলবার জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মদ আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সেক্রেটারি শরীফ মাহমুদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।