ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টায় মিজমিজি পাইনাদি এলাকায় রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। 
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন কবির জানান, প্রতিদিনের মতো যাত্রাবাড়ী থেকে নিজের ব্যবসার সবজি ক্রয় করতে আক্কাস আলী টাকা নিয়ে ভোরে বাসা থেকে বের হন। এ সময় পাইনাদি এলাকায় রাস্তায় একদল ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন আক্কাস সিকদারের বুকে ছুরিকাঘাত করে তার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এস আই হুমায়ুন কবির আরও বলেন, ঘটনার সময় আমি আশপাশেই টহল ডিউটিরত অবস্থায় ছিলাম। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর এলাকাবাসীর সহতায় গুরুতর অবস্থায় আক্কাস সিকদারকে উদ্ধার করে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত সবজি বিক্রেতা আক্কাস সিকদারের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার হাট চুনাখালি ঠিকদান এলাকায়।

বিজ্ঞাপন
তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেবের বাড়িতে ভাড়া থাকতেন। এলাকায় ভ্যান গাড়িতে করে বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করতেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status