ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটে উলামা সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

দেশের প্রখ্যাত আলেম, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর শায়খুল হাদিস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত কাদিয়ানীদের অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। 

সিলেটের বরেণ্য আলেম শায়খ মাওলানা শফিকুল হক সুরাইঘাটির সভাপতিত্বে উলামা সম্মেলনে ১০ দফা প্রস্তাবনা পাঠ করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা শাহিদ হাতিমী ও মাওলানা হাসান বিন ফাহিমের যৌথ পরিচালনায় সম্মেলনে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, নায়বে আমীর মাওলানা শায়েখ আব্দুল বসির সুনামগঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বারাকত গাজিপুরী, প্রচার সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ নুমানী। 

হাফিজ শাহ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেঙ্গা মাদ্রাসার মুহতামিম ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউল ইসলাম বুরহান, সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা ফখরুল ইসলাম, শায়খ মাওলানা শামসুল ইসলাম শায়খে ভূইগাঁও, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কামরুল ইসলাম মিররচটি, মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা আবু আলী, মাওলানা আহমদ কবির আমকুনী, মাওলানা নুর আহমদ কাসেমী, মুফতি মুজিবুর রহমান কাসেমী, মুফতি জামাল উদ্দিন হক্কানী, মাওলানা শামসুদ্দিন ইলিয়াছ, মাওলানা নুরুল হক, মুফতি আব্দুল মুক্তাদির, মাওলানা আহমদ সগির, মুফতি মুতিউর রহমান, মুফতি জিয়াউর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আসরারুল হক, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা রেজাউল করিম, হাফিজ মাসউদ আজহার, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা মনজুরে মাওলা, মাওলানা এরশাদ খান আল হাবিব, তোফায়েল আহমদ ওসমানী, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা কায়ছান মাহমুদ, হাফিজ জাকির হোসেন, মাওলানা হাফিজ নোমান আহমদ সালেহ, মাওলানা তোফায়েল আহমদ প্রমুখ। 

বিকাল ৪টা থেকে শুরু হওয়া উলামা সম্মেলনে সিলেটের বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েকশ প্রতিনিধিত্ব উলামা-মাশায়েখগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে শেষে সভাপতির মোনাজাতের পূর্বে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সিলেট জেলা শাখায় মাওলানা শায়েখ শফিকুল হক সুরাইঘাটিকে সভাপতি, হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ও মহানগর শাখায় অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকীকে আহ্বায়ক ও মাওলানা আহমদ কবির আমকুনীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status