বাংলারজমিন
সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারসীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা গ্রামের মৃত শফিউল আলম মেম্বারের ছেলে ব্যবসয়ী মো. হোসেন মাসুম (৫০) জ্বরে ভুগছিলেন কয়েকদিন ধরে। ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে হাতিলোটা গ্রামের শোকের মাতম বইছে। অপরদিকে গত রোববার সকালে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবলীগের নেতা মো. দিদারুল আলমের স্ত্রী মুক্তা আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।