বাংলারজমিন
কুমিল্লা কেটিসিসিএ’র ব্যবস্থাপনা কমিটির মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
কুমিল্লা সদর দক্ষিণ কেটিসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন মনোনয়নপত্র প্রত্যাশীরা। গতকাল দুপুরে কুমিল্লা কেটিসি’র ভেতরে এ বাধার ঘটনা ঘটে। জানা যায়, কুমিল্লা কেটিসিসিএ লিমিটেডের সাবেক সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আহমেদ, সাবেক সচিব এডভোকেট আখতার হোসাইন, নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলম, তাজুল ইসলাম মানিক, জামাল উদ্দিন, ডা. ইয়াছিন, ফজলুল হক, সার্জেন্ট শামসুল হক, ওমর ফারুক চৌধুরীসহ আনুমানিক ২০ থেকে ২২ জন মনোয়ন ফরম কিনতে কেটিসি’র ভেতরে প্রবেশ করেন। এ সময় বর্তমান ভাইস চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুনায়েদ সিকদার তপুর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন বহিরাগত প্রকৃত সমবায়ীদের ফরম নিতে ও ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বাধা দিচ্ছেন বলে জানান তারা। এ বিষয়ে কেটিসিসিএ লিমিটেডের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক বলেন, আক্তার হামিদ খানের হাতে গড়া কেটিসিকে বাঁচাতে আমরা সাবেক কয়েকজন সমবায় সদস্য কেটিসি’র ভেতরে প্রবেশ করি। একপর্যায়ে তারা এমপি বাহারের নির্দেশে বাধা দিচ্ছে বলে আমাদেরকে বের করে দেয়। আমি বলেছি, এমপি বাহারতো এ কথা কখনো বলবেন না। তবুও তারা জোরাজুরি করেছেন।
চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আহমেদ বলেন, স্থানীয় এসিল্যান্ডকে বারবার ফোন করে না পেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ডকে বিষয়টি জানান। দেখি ওনারা এখন কি সিদ্ধান্ত নেয়।
অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী জুনাইদ শিকদার তপু বলেন, এমপি সাহেব যদি তাদেরকে ফরম নিতে বলে আমাদের কোনো আপত্তি নেই। উনি অনুমতি দিলে ফরম কিনতে পারবেন। বিষয়টি জানতে মুঠোফোনে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি প্রোগ্রামে আছেন বলে প্রতিবেদককে জানান।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]