বাংলারজমিন
সীতাকুণ্ডে জমি পরিমাপের কোন্দলে আহত নুরুল আমিনের ২৩ দিন পর মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারসীতাকুণ্ডে জমির পরিমাপকে কেন্দ্র করে আহত নুরুল আফসার ২৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকায় গত ২৫শে আগস্ট বিকাল ৩ টায় বাড়ির জায়গা পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় নুরুল আফছার (৫৫)সহ ৭ থেকে ৮ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ নুরউদ্দিনসহ ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে নুরুল আফছারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়। ২৩ দিন চিকিৎসারত থাকা অবস্থায় গতকাল সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃতের বিষয়টি নিশ্চিত করেন বাড়বকুণ্ড ইউনিয়নের ৭নং নতুন পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল। তিনি মানবজমিনকে বলেন, এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।