ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মুরাদনগরে খাল দখল করে নির্মাণ হচ্ছে পাকা স্থাপনা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে সরকারি খাল দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তি মালিকের খালের উপর স্থাপনা নির্মাণে প্রশাসনের অনুমতি থাকায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছে কোনো ব্যক্তি স্বার্থে নয়, স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে কালভার্ট নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। 
সরজমিন দেখা যায়, উপজেলা সদরের গোলক রায়ের বাড়ির সংলগ্নে মুরাদনগর-হোমনা সড়কের সঙ্গে একটি সরকারি খাল রয়েছে। সেই খালের চারদিকে টিনের বেষ্টনী দিয়ে খাল ভরাট করে নামে মাত্র প্রায় ৫০ ফুট লম্বা খালের অংশ দখল নিয়ে ড্রেন নির্মাণ করছেন প্রণবেশ রায় নামের এক ব্যক্তি। তবে তার দাবি যাতায়াতের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা খালের উপর ড্রেন নির্মাণ করছি। স্থানীয়দের অভিযোগ, এটি সরকারি খাল।
এক সময় প্রবহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। আর দখলদকারীরা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। একটু বৃষ্টি হলেই মাস্টার পাড়া এলাকার প্রায় সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়। খালের এই অংশটিও যদি দখলে চলে যায় তখন মাস্টার পাড়া এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হবে। প্রণবেশ রায় দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি সরকারি খাল, আমরা কেন খাল দখল করবো! বাড়িতে যাতায়াতের সুবিধার্থে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই খালের উপর ড্রেন নির্মাণ করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, ওই এলাকায় খালের উপর দিয়ে একটি সড়ক রয়েছে। যা সরকারি আইডিভুক্ত নয়। জনস্বার্থে চলাচলের সুবিধার্থে ওই সড়কটি দিয়ে যাতায়াতের জন্য কিছু শর্ত সাপেক্ষে নিজস্ব অর্থায়নে খালের উপরে কালভার্ট নির্মাণের অনুমতি প্রদান করা হয়। ব্যক্তি স্বার্থে খাল দখল করে ড্রেন নির্মাণের অনুমতি প্রদান করা হয়নি।
ব্যক্তি স্বার্থে খাল দখল করে ড্রেন নির্মাণের বিষয়টি সরজমিন দেখে খালের উপরে চারপাশের টিনের বেষ্টনী খুলে ফেলা ও ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হবে। উপজেলা প্রকৌশলী রায়হান চৌধুরী বলেন, জনস্বার্থে সরকারি খালের উপরে কালভার্ট নির্মাণের অনুমতি প্রদান করি। আমাদের শর্তের বাইরে ব্যক্তি স্বার্থে ড্রেন নির্মাণ করলে সরজমিন তদন্ত সাপেক্ষে আইনানুগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status