বাংলারজমিন
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর কিছু বেতন পরিশোধের পর গাজীপুরের গাছা এলাকায় টিআরজেড পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বেআইনি ও অবৈধভাবে ধর্মঘট করে ফ্যাক্টরির ভেতরে ভাঙচুর ও বিপুল পরিমাণে মালামালের ক্ষয়ক্ষতি করে। তাই ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। গতকাল থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জানান, সকালে কাজ করতে গিয়ে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ করে। এর আগে রোববারও তারা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে নামে। রাতে বেতনের কিছু টাকা পরিশোধ করা হয়। পরে মালিকপক্ষ কারখানায় নোটিশ লাগিয়ে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়। কারখানার এডমিন ম্যানেজার বাচ্চু মিয়া জানান, তাদের বেতন ভাতা পরিশোধ করার পরও রাতে উচ্ছৃংখল শ্রমিকেরা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও ক্ষতি সাধন করেছে। এই অবস্থায় কারখানা চালু রাখা সম্ভব নয়, বলে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]