বাংলারজমিন
উল্লাপাড়ায় বসতবাড়ির পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে সাখায়াত হোসেন (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়ির সীমানা প্রাচীরের পাশে মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা গত রোববার দিবাগত রাতের যেকোনো এক সময়ে তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। সাখায়াত হোসেন একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের কন্যা নাসিমা আক্তার শান্ত গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, মৃতদেহ পড়ে থাকা বাড়ির মালিক বক্কার মণ্ডলের পুত্রবধূর সঙ্গে আমার পিতা সাখায়াত হোসেনের যোগাযোগ ছিল। নিহতের পরিবারের ধারণা, খারাপ উদ্দেশ্য নিয়ে ওই বাড়িতে যাওয়ায় বাড়ির লোকজন তাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখেছে। স্থানীয় ইউপি সদস্য তোরাপ আলী জানান, গত বছরের কোনো এক সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এলাকাবাসীর হাতে সাখায়াত হোসেন আটক হয়েছিল। পড়ে তাকে ছেড়ে দেয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি মো. রবিউল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]