বাংলারজমিন
মিরসরাইয়ে স্কুলছাত্রীর মায়ের পথরোধ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
চট্টগ্রামের মিরসরাইয়ে বখাটেদের অটোরিকশা অপহরণের চেষ্টায় গ্রেপ্তারকৃত আসামিরা জেল থেকে জামিনে এসে পুনরায় হুমকি দেয় স্কুল ছাত্রী (১৩)কে। থানা প্রশাসনের আশ্বাসে ৪ মাস পর মায়ের সঙ্গে স্কুলে যায় সপ্তম শ্রেণির ওই ছাত্রী। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের গতিরোধ করায় ৩ ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। রোববার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার এতিম উল্লাহ হাজীবাড়ীর মৃত মোশারফ হোসেনের ছেলে এমরান হোসেন বাদশাহ প্রকাশ শুভ (২০), মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির দুদু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজীবাড়ীর নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)। আসামিদের মধ্যে এতিম উল্ল্যাহ হাজীবাড়ীর ওমর ফারুকের ছেলে মো. সবুজ (২৩) পলাতক। মামলা সূত্রে জানা যায়, গত ১২ই মে বখাটে এমরান হোসেন বাদশা ও মো. সবুজ ভুক্তভোগী ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে সাধুর বাজারে জোর করে চুল ধরে অটোরিকশায় তুলে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে অটোচাপা দিতে যায় এবং যৌনপীড়ন করে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামিন পেয়ে বখাটেরা ফের ছাত্রীকে হুমকি দেয়।
এ ঘটনায় মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, গ্রেপ্তার ৪ জনের মধ্যে ৩ জন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রয়েছে। যদি অপকর্ম করে, এটা তাদের ব্যক্তিগত বিষয়।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]