বাংলারজমিন
তারাকান্দায় ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহন মিয়া (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের দিক-নির্দেশনায় এসআই কুমোদ লাল দাস, এএসআই সুজন সরকার সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে অভিযানে চালিয়ে উপজেলার সিংহেরকান্দা গ্রামের সড়কের উপর থেকে মাদক কারবারি মোহন মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃত আসামির হেফাজত থেকে ৮০০পিস ইয়াবা জব্দ করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। এ বিষয়ে আফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, ধৃত মাদক কারবারি মোহন মিয়াকে গত রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধৃত মাদক কারবারি মোহন রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের রুস্তম আলীর ছেলে।