খেলা
পাসপোর্ট নিতেই ভুলে গেলেন রোহিত
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভুলে যাওয়ার রোগটা বেশ পুরনো। কিটব্যাগ আনতে ভুলে যাওয়া, কখনো বা একাদশের খেলোয়াড়দের ভুলে যাওয়া তার জন্য নতুন কিছু নয়। বিরাট কোহলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, রোহিত ভোলেন না এমন কিছু নেই। এবার যেন সেটারই উদাহরণ দিলেন ভারতীয় অধিনায়ক, নিজের পাসপোর্টই ভুলে রেখে আসলেন হোটেলে।
শ্রীলঙ্কাকে উড়িয়ে এবারের এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে লঙ্কানদের মাত্র ৫০ রানে অলআউট করে ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে রোহিতের দল। ২০১৮ সালের পর এবারই প্রথম এশিয়া কাপ জিতলো ভারত। আসর শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে টিম বাসে উঠে পড়েছিলেন ভারতের খেলোয়াড়, স্টাফ ও কোচিং প্যানেলের সদস্যরা। সবার শেষে যখন রোহিত বাসে উঠছিলেন তখনই ঘটে অদ্ভুত ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারত যে হোটেলে ছিল সেখানকার এক কর্মী ছুটে আসেন। তখন ওই কর্মী রোহিতকে জানান, তিনি নিজের পাসপোর্টই হোটেলের ঘরে ভুলে ফেলে রেখে এসেছেন। তখন রোহিতকে রুমে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ।
রোহিত অবশ্য ম্যাচের সময় টস জিতে আগে কী করবেন সেটাও ভুলে গিয়েছিলেন একবার।
পাঠকের মতামত
ভোলা মন মন'রে আমার একটা গান মনে পড়ল।