কলকাতা কথকতা
মমতাজের পাসপোর্টে দুই নাম নিয়ে প্রশ্ন...
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন

পাসপোর্টে মানুষের একটি নামই থাকে। এই নামটিই অভিজ্ঞান হয়ে সারা জীবন তার পরিচয় বহন করে। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য, বিশিষ্ট লোকসংগীত গায়িকা মমতাজ বেগমের পাসপোর্টের দুটি নাম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এটি সত্য হলে তা কেন গুরুতর অপরাধের তালিকাভুক্ত হবে না সেই নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখযোগ্য, ২০০৮ সালে ১৪ লাখ রুপি এডভান্স নিয়েও অনুষ্ঠানে তিনি উপস্থিত না হওয়ায় শারীরিক নিগ্রহের স্বীকার হন তার এজেন্ট, ইভেন্ট অর্গানাইজার শক্তি শঙ্কর বাগচি। শক্তি বাবু আদালতে যে নথি তুলে ধরেছেন তাতে দেখা যায়, ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত শক্তি বাবুর সঙ্গে চুক্তি ছিল মমতাজের। মমতাজের জন্য বহরমপুরের উদ্যোক্তাদের কাছ থেকে অগ্রিম ১৪ লাখ রুপি নেন তিনি। সেই রুপি তিনি পাঠিয়ে দেন মমতাজকে। মমতাজ অনুষ্ঠানে তো আসেনইনি, ওই রুপিও ফেরৎ দিতে অস্বীকার করেন।
এরপরই শক্তি শংকর বাবু বহরমপুর আদালতের দ্বারস্থ হন। বহরমপুর আদালত বারবার সমন পাঠানো সত্ত্বেও মমতাজ বেগম আদালতে হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।
পাঠকের মতামত
সংবাদটি এরকম আর কি - মণজুগ শহকাড়ে পাটক চংবাদ পরিয়া বেঝায় অভাক।
দুঃখবোধ করছি। কেবলমাত্র ভিউ প্রত্যাশায় শিরোনামটি করা হয়েছে, যা মূল নিউজে উঠে আসেনি।
কি রে ভাই শিরোনাম একটা খবর আরেক টা ! আমরা পাঠক তো প্রতারিত হলাম!
করোনা ভ্যাকসিন দেয়নাই ভারত টাকা নিয়ে প্রতারনা করেছে।
অসম্পূর্ণ রিপোর্ট! দুই নামের বিষয়ে শিরোনাম করা হলো; অথচ রিপোর্টে সেই নামের বিষয়েই কোনো তথ্যের উল্লেখ নেই!!!