ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

মমতাজের পাসপোর্টে দুই নাম নিয়ে প্রশ্ন...

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন

mzamin

পাসপোর্টে মানুষের একটি নামই থাকে। এই নামটিই অভিজ্ঞান হয়ে সারা জীবন তার পরিচয় বহন করে। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য, বিশিষ্ট লোকসংগীত গায়িকা মমতাজ বেগমের পাসপোর্টের দুটি নাম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এটি সত্য হলে তা কেন গুরুতর অপরাধের তালিকাভুক্ত হবে না সেই নিয়েও প্রশ্ন উঠেছে। 

উল্লেখযোগ্য, ২০০৮ সালে ১৪ লাখ রুপি এডভান্স নিয়েও অনুষ্ঠানে তিনি উপস্থিত না হওয়ায় শারীরিক নিগ্রহের স্বীকার হন তার এজেন্ট, ইভেন্ট অর্গানাইজার শক্তি শঙ্কর বাগচি।  শক্তি বাবু আদালতে যে নথি তুলে ধরেছেন তাতে দেখা যায়, ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত শক্তি বাবুর সঙ্গে চুক্তি ছিল মমতাজের। মমতাজের জন্য বহরমপুরের উদ্যোক্তাদের কাছ থেকে অগ্রিম  ১৪ লাখ রুপি নেন তিনি। সেই রুপি তিনি পাঠিয়ে দেন মমতাজকে।  মমতাজ অনুষ্ঠানে তো আসেনইনি, ওই রুপিও ফেরৎ দিতে অস্বীকার করেন।

এরপরই শক্তি শংকর বাবু বহরমপুর আদালতের দ্বারস্থ হন। বহরমপুর আদালত বারবার সমন পাঠানো সত্ত্বেও মমতাজ বেগম আদালতে হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।

বিজ্ঞাপন
আট সেপ্টেম্বর তিনি অন্তর্বর্তী জামিন পান। শক্তি শংকর বাবু এবার হাইকোর্টে যান। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা আনেন।  একই মামলায় বহরমপুর আদালত কিভাবে তাকে জামিন দিলো এই প্রশ্ন তুলে তিনি বহরমপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলকেশ দাসের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। ভারতের ফরেনার্স অ্যাক্টের ধারা ঠিকমতো প্রয়োগ হয়েছে কিনা সেই প্রশ্নও তিনি তুলেছেন। বর্তমানে মামলাটির যে অবস্থা তাতে মমতাজ বেগমকে আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে। এবং তার গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।  প্রতারণার এই মামলাটি ভারতে যথেষ্ট কৌতূহলের সঞ্চার করেছে।    

পাঠকের মতামত

সংবাদটি এরকম আর কি - মণজুগ শহকাড়ে পাটক চংবাদ পরিয়া বেঝায় অভাক।

Zaman chowdhury
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১০:৪৮ অপরাহ্ন

দুঃখবোধ করছি। কেবলমাত্র ভিউ প্রত্যাশায় শিরোনামটি করা হয়েছে, যা মূল নিউজে উঠে আসেনি।

জুয়েল
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৫:৪৫ অপরাহ্ন

কি রে ভাই শিরোনাম একটা খবর আরেক টা ! আমরা পাঠক তো প্রতারিত হলাম!

মো রাজন সরকার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৭:৪৯ অপরাহ্ন

করোনা ভ্যাকসিন দেয়নাই ভারত টাকা নিয়ে প্রতারনা করেছে।

Wasiul haque
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৫:০১ অপরাহ্ন

অসম্পূর্ণ রিপোর্ট! দুই নামের বিষয়ে শিরোনাম করা হলো; অথচ রিপোর্টে সেই নামের বিষয়েই কোনো তথ‍্যের উল্লেখ নেই!!!

মঈন
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:২৩ অপরাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status