কলকাতা কথকতা
বাংলাদেশে পাচারের সময় প্রচুর পরিমাণে ইনজেকশন, ট্যাবলেট বাজেয়াপ্ত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৫ অপরাহ্ন
বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ ইনজেকশনের অ্যাম্পল এবং ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বিএসএফ বাহিনী টহল দেয়ার সময় রাতে বাগদা থানার অন্তর্গত রানাঘাট সীমান্তের কাছে দু'জন সন্দেভাজন ব্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন। সেই সময় একটি জঙ্গলে দুটি ব্যাগ ফেলে তারা চম্পট দেয়। সেই ব্যাগ তল্লাশি করে বিএসএফ উদ্ধার করে ৪২০ প্যাকেট আস্পিইওরেলিক্স ইনজেকশনের অ্যাম্পল এবং সাত পাকেট ডুবারসিলিন ইনজেকশনের অ্যাম্পল। এছাড়াও প্রচুর পরিমাণে ট্যাবলেট ও ক্যাপসুল ছিল এই ব্যাগে। উদ্ধার হওয়া ওষুধ এবং ইনজেকশনের দাম প্রায় ১০ লক্ষ রুপি। এই ওষুধপত্র এবং ইনজেকশন বাংলাদেশের কোনও ফার্মাসিস্টের কাছে যাচ্ছিলো বলে বিএসএফের অনুমান। সীমান্ত দিয়ে এপার এবং ওপার বাংলার মধ্যে চোরাচালান নিত্যদিনের ঘটনা। এপারে বিএসএফ এবং ওপারে বাংলাদেশ বর্ডার গার্ড এই চোরাচালান রুখতে বদ্ধপরিকর।