ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ভুলভ্রান্তি যে করবে তাকে শাস্তিভোগ করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

mzamin

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনপ্রতিনিধি বা পুলিশ, সে যেই হোক না কেন ভুলভ্রান্তি হতেই পারে। তবে কেউ ভুলভ্রান্তি করলে তাকে আইন অনুযায়ী শাস্তিভোগ করতেই হবে। তাকে আইনের আওতায় আসতে হবে। সেখানে আমাদের কোনো ছাড় নেই। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় অবস্থিত নবনির্মিত বিকেএমইএর (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) নতুন সাততলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ। তার বিকল্প শুধু তিনিই। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আইসিটি সেক্টর এগিয়ে গেছে। এ ছাড়া ওষুধ খাতে দেশ এগিয়ে যাচ্ছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দেশের আরেক প্রধানমন্ত্রী বিনা পয়সায় সাবমেরিন কেবল সংযোগ দিতে চাইলেও দেশের সব খবর ফাঁস হয়ে যাবে বলে তিনি সাবমেরিন সংযোগ নিলেন না। এটাকে আমরা মূর্খতা বলব না কী বলব, জানি না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে শিল্প পুলিশ গঠন করা হয়েছে। তারা মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। আগে শ্রমিকেরা অসন্তুষ্ট হলে কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। এখন আর তা হয় না। আমাদের নেতারা যখন পুলিশের সুনাম করেন, আমার কাছে খুব ভালো লাগে। পুলিশ ভালো কাজ করলে সবাই প্রশংসা করেন।

মন্ত্রী গোলাম দস্তগীর বলেন, ব্যবসায়ীরা বৈদেশিক মুদ্রা আয় করেন। আপনারা আয় না করলে আমরা আরও বেশি সমস্যায় পড়তাম। ব্যবসায়ীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। ব্যবসায়ীরা সবাই মিলে যদি প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে পারি, তাহলে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পারব। সেলিম ওসমান বলেন, শুধু নারায়ণগঞ্জের নিট সেক্টর থেকেই বছরে ১০ বিলিয়ন ডলার আয় হচ্ছে। ব্যবসায়ী ও সদস্যদের ৪৫ কোটি টাকায় বিকেএমইএর সাততলা ভবন নির্মাণ করা হয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা ছাড়া আর কিছুর দরকার নেই। ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে যাতে ব্যবসা করতে পারেন, সেই সহযোগিতা চান।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সম্পর্ক নষ্টের আশঙ্কা নাকচ পররাষ্ট্র উপদেষ্টার/ হাসিনার হাতে ভারতের ট্রাভেল পাস, অন্যত্র আশ্রয়ের ব্যর্থ চেষ্টা

সাবেক পুলিশ কর্মকতা মনিরুল/ আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status