ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মহাকাশে রহস্যময় ডার্ক ম্যাটার

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন

mzamin

ডার্ক ম্যাটার হলো মহাবিশ্বের এমন এক পদার্থ যেটি  ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। যার মানে এটি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন শোষণ, প্রতিফলিত বা নির্গত করে না এবং তাই এটি শনাক্ত করা কঠিন। তাই এটিকে ডার্ক ম্যাটার বা অন্ধকার পদার্থ বলা হয়।

জাপানের কিন্দাই বিশ্ববিদ্যালয়ের কসমোলজিস্ট কাইকি তারো ইনোউয়ের নেতৃত্বে একটি দল মহাকাশে এক রহস্যময় ডার্ক ম্যাটারের সন্ধান পেয়েছেন। যার রেজুলিউশন মাত্র ৩০ হাজার আলোকবর্ষ। মিল্কিওয়ে পৃথিবী থেকে প্রায় ১০০,০০০ আলোকবর্ষ দূরে। গবেষকরা বলছেন তারা এমন কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যা ৭.৫ বিলিয়ন আলোকবর্ষ জুড়ে আমাদের ছায়াপথের আকারের এক তৃতীয়াংশেরও কম স্কেলে রয়েছে।

বিশ্লেষণটি মহাকর্ষীয় লেন্স হিসাবে পরিচিত মহাজাগতিক বস্তুর সারিবদ্ধকরণের উপর নির্ভর করে। ডার্ক ম্যাটার হলো কিছু এখনও অনাবিষ্কৃত সাবঅ্যাটমিক কণা। ডার্ক ম্যাটার কণাগুলিকে সরাসরি শনাক্ত এবং অধ্যয়ন করার জন্য অনেকগুলো পরীক্ষা সক্রিয়ভাবে করা হচ্ছে, কিন্তু কোনোটিই এখনও সফল হয়নি।

ডার্ক ম্যাটারকে এর বেগ অনুযায়ী ‘ঠান্ডা’, ‘উষ্ণ’ বা ‘গরম’ হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়। সাম্প্রতিকতম মহাকর্ষীয় তরঙ্গ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পর্যবেক্ষণগুলি ডার্ক ম্যাটার আবিষ্কারের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিয়েছে।  

মহাবিশ্বের মোট ভর-শক্তি উপাদানে রয়েছে ৫% সাধারণ পদার্থ, ২৬.৮% অন্ধকার পদার্থ।

বিজ্ঞাপন
ইনুই  এবং তার সহকর্মীরা MG J0414+0534 নামক একটি মহাকর্ষীয় লেন্সযুক্ত গ্যালাক্সি শনাক্ত করেছেন, যা এত দূরে রয়েছে এর আলো আমাদের কাছে পৌঁছাতে প্রায় ১১.৩বিলিয়ন বছর সময় নিয়েছে। 

ফোরগ্রাউন্ড গ্যালাক্সিতে দৃশ্যমান অংশগুলির লেন্সিং প্রভাব দ্বারা এটি গণনা করা হয় না। তাই শক্তিশালী অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে এবং একটি নতুন বিশ্লেষণ কৌশল ব্যবহার করে এটি গণনা করা হয়েছে।

গবেষকরা লেন্সের অন্ধকার পদার্থের  মানচিত্রের জন্য MG J0414+0534 থেকে বিকৃত আলোতে লেন্স গ্যালাক্সির দৃশ্যমান অংশগুলির প্রভাব বিয়োগ করেছেন। এই ফলাফলের মানচিত্রটি এই তত্ত্বটিকে সমর্থন করে যে, ছায়াপথের মধ্যে এবং এর মধ্যেকার স্থানগুলিতে অনেকগুলি অন্ধকার পদার্থ রয়েছে। 

গবেষকরা বলছেন, অন্ধকার বিষয় বোঝার অনুসন্ধানে সহায়তা করার জন্য একটি শক্তিশালী নতুন তথ্য সরবরাহ করে। ছায়াপথের চেয়ে ছোট স্কেলে এর বন্টন হওয়ায় এর বৈশিষ্ট্যগুলি জানা কঠিন হয়ে পড়েছে। তবে এই আবিষ্কার রহস্যময় ডার্ক ম্যাটারে অনেকটাই আলোকপাত করেছে।

গবেষণাটি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্র : সায়েন্স এলার্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status