দেশ বিদেশ
আদালতে অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন
মানবজমিন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। হান্টার অবৈধভাবে একটি অস্ত্রের মালিক হয়েছেন বলে জানানো হয়েছে আদালতের তরফে। এছাড়া তিনি অস্ত্রের মালিক হওয়ার জন্য তার মাদক গ্রহণের অভ্যাসের কথা লুকিয়েছেন। এ খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন বারবার অবৈধ বন্দুকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন এবং তিনি অবৈধ বন্দুক বিক্রি রোধ করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন। কিন্তু এবার তার ছেলের বিরুদ্ধেই সেই অভিযোগ গঠন করা হলো। ২০১৮ সালে ওই অস্ত্রটি কিনেছিলেন হান্টার। এটি একটি কোল্ট কোব্রা ৩৮এসপিএল রিভলভার। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মাদকাসক্ত হিসেবে তার বন্দুক কেনার অনুমতি ছিল না। ডেলাওয়্যারের ফেডারেল আদালতে একটি ফৌজদারি মামলায় মোট তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয় হান্টারকে। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সন্তানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলো।
এই পরিস্থিতিতে আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়তে যাচ্ছেন বাইডেন। আগ্নেয়াস্ত্র কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলকভাবে যে ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্মেই নিজের মাদকাসক্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন হান্টার বাইডেন। হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, মাদকাসক্ত হওয়া সত্ত্বেও ২০১৮ সালে অবৈধভাবে বন্দুক রেখেছিলেন তিনি। এই অভিযোগগুলো প্রমাণিত হলে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগেই সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়েই হান্টারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তের ফল প্রকাশিত হলো বাইডেনের ক্ষমতায় থাকার সময়েই। অবৈধভাবে বন্দুক কেনা ছাড়াও কর ফাঁকি সংক্রান্ত অভিযোগও ছিল হান্টারের বিরুদ্ধে।