ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

সমস্যার সমাধান করতে গিয়ে নতুন সমস্যার মুখে বাংলাদেশ

সৌরভ কুমার দাস
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ওপেনিং নিয়ে চিন্তাটা পুরনো। বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। এশিয়া কাপে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল তৃতীয় ওপেনার খোঁজা। চোটের কারণে পুরো আসরেই ছিলেন না তামিম ইকবাল। জ্বরের কারণে শুরুতে যাননি লিটন কুমার দাস। ফলে বিকল্প ওপেনার খোঁজার জন্য আদর্শ মঞ্চ হতে পারতো এশিয়া কাপ। দলে ছিলেন দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। পরে আরেক ওপেনার এনামুল হক বিজয়কে উড়িয়ে নেয় টিম ম্যানেজমেন্ট। এতো ওপেনার নিয়েও বিকল্প ওপেনার তো ঠিক হলোই না, বরং যাকে ‘অটোচয়েস’ মনে করা হচ্ছে সেই লিটনের রান খরাও চিন্তা বাড়ালো টিম ম্যানেজমেন্টের।

লম্বা সময় ধরে দলে নেই তামিম ইকবাল। তার চোটও বাড়তি চিন্তার কারণ ছিল। ফিটনেস নিয়েও ছিল নানা কানাঘুষা। এক পর্যায়ে তো অবসরই নিয়ে ফেলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভাঙলেও অধিনায়কত্ব ছেড়ে দেন। বিশ্বকাপের জন্য ফুল ফিট হতে এশিয়া কাপে খেলেননি তিনি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার কথা তামিম ইকবালের। বিশ্বকাপে তামিমের সঙ্গে লিটন ওপেন করবেন- এটাই এখন পর্যন্ত ঠিকঠাক। সেক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন ছিল একজন বিকল্প ওপেনার তৈরি রাখা। এই খোঁজা শুরু হয় রনি তালুকদারকে দিয়ে। তবে বিপিএল-এ আলো ছড়িয়ে টি-টোয়েন্টি দলে ফেরা রনি ওয়ানডেতে একদমই ব্যর্থ! এরপর নাঈম শেখের উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। কিন্তু টিম ম্যানেজমেন্টের ভরসার জায়গা পূরণ করতে পারেননি তিনিও। এশিয়া কাপে টানা ৪ ম্যাচ খেলেছেন নাঈম। প্রথম ৩ ম্যাচে বেশ ভালো শুরু পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬, আফগানদের বিপক্ষে ২৮, পাকিস্তানের বিপক্ষে ২০। এরপর আবার লঙ্কানদের বিপক্ষে করেন ২১ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান করতে খেলেছেন ৪২ বল। পুরো ইনিংসেই সেদিন রীতিমতো হাঁসফাঁস করেছেন তিনি। টানা ৪ ম্যাচ খেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। এর আগে আফগানিস্তান সিরিজেও ব্যর্থ হন এই ওপেনার।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ওপেনারের পরবর্তী সুযোগ মেলে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে। অভিষেকে তেতো অভিজ্ঞতা পিছনে ফেলে গতকাল দারুণ শুরু করেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন মাত্র ১৩ রানে। এক জোড়া সুযোগের মধ্যে একটিও কাজে লাগাতে পারলে বিশ্বকাপ দলে সুযোগ পেতেও পারতেন তামিম। লিটন শুরুতে না যাওয়ায় বিকল্প হিসেবে উড়িয়ে নেয়া হয় এনামুল হক বিজয়কে। পুরো আসর ডাগআউটে বসে থাকার পর শেষ ম্যাচে মুশফিকুর রহীমের বিকল্প হিসেবে সুযোগ পান তিনি। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ বিজয়, ১১ বলে মাত্র ৪ রান করে ফেরেন তিনি। যেখানে ১০ বলে কোনো রান নিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তবে বিকল্প ওপেনারের খোঁজে থাকা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে বাড়তি চাপে ফেলেছেন লিটন। ২০২২ সালে স্বপ্নের বছর কাটানো লিটন এ বছর রীতিমতো রান খরায় ভুগছেন। সর্বশেষ আফগান সিরিজে ৩ ম্যাচে মাত্র ১ ফিফটি ছিল তার। এর আগে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সমানসংখ্যক ম্যাচে রান করেন ৫৬। এবারের এশিয়া কাপে ৩ ম্যাচ খেলেন লিটন। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরে দুর্দান্ত শুরু করেন তিনি। তবে ইনিংস বড় করতে না পারার পুরনো সেই রোগ থেকে বের হতে পারেননি। ১৩ বলে ৪টি চারে ১৬ করেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ রানের পর গতকাল ভারতের বিপক্ষে করেন শূন্য রান। 

অর্থাৎ সর্বশেষ ৯ ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে মাত্র ১টি ফিফটি। চোট থেকে ফেরার পর তামিম ইকবাল ছন্দে ফিরতে কতদিন সময় নেন এটাও একটা প্রশ্ন। এর ওপর লিটনের রান খরা! ফলে বিকল্প নয় নিয়মিত ওপেনারদের নিয়েই এখন বাড়তি চিন্তা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনার ছাড়াও ৬ও ৭ নম্বর পজিশন নিয়েও সমস্যা রয়েছে বাংলাদেশ দলে। যেখানে এশিয়া কাপে অনেককেই সুযোগ দেয়া হয়েছে। কেউই সফল হতে পারেননি। তবে শামীম হোসেন পাটোয়ারীর ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া শঙ্কার কারণ। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে অভিষেক হওয়া শামীম ৪ ম্যাচে করেছেন ৩৩ রান। স্পিনের বিপক্ষে তার অস্বস্তিকর ব্যাটিং আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদশ। এই সিরিজেই যাবতীয় সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status