দেশ বিদেশ
সাহায্য চাইতে আবারো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি
মানবজমিন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে হোয়াইট হাউসে তিনি দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। মার্কিন একাধিক গণমাধ্যম এরইমধ্যে এই সফরের কথা জানিয়েছে। এই সফরে তিনি মার্কিন কংগ্রেসেও যাবেন। তার সফরের সময়েই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২১ বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে। ডয়চে ভেলে জানিয়েছে, গত সপ্তাহেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করেছিলেন। এছাড়া নতুন করে ২১ বিলিয়ন ডলারের বিশাল প্যাকেজ নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে ক্যাপিটল হিলে কংগ্রেসে গিয়ে সকলের সঙ্গে কথা বলতে পারেন জেলেনস্কি।
গত বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর এটি হতে যাচ্ছে জেলেনস্কির দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি শেষবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]