কলকাতা কথকতা
নিয়োগ, গরু, কয়লার পর এবার ইলিশ নিয়ে কেলেঙ্কারি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতি। গরু-কয়লা পাচার কাণ্ড নিয়ে পাহাড় প্রমান দুর্নীতর জাল, আর এবার মাছের রাজা ইলিশ নিয়ে কেলেঙ্কারি। কেলেঙ্কারিটা এমনই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে চিঠি দিতে হল ব্যবস্থা নেওয়ার জন্যে। কিন্তু, ইলিশ নিয়ে দুর্নীতিটা কেমন? ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান এসোসিয়েশন এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে অভিযোগ জানানো হয়েছে ডায়ামন্ডহারবার এর মৎস্য অধিকর্তা পিয়াল সর্দারের নামে।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি গঙ্গা থেকে বেআইনি ভাবে ধরা খোকা ইলিশের নিলাম করেছেন। মোট ৩৪ লক্ষ ৬০ হাজার টাকার নিলাম হলেও নাকি খাতায় কলমে দেখানো হয়েছে ৫০ হাজার টাকার নিলাম হয়েছে।
তেইশ সেন্টিমিটার দীর্ঘ না হলে গঙ্গা থেকে ইলিশ তোলা নিষিদ্ধ। কিন্তু বেবাক খোকা ইলিশ ধরা হচ্ছে। ২৯ জুলাই ফ্রেজারগঞ্জ থেকে ৬২৪ ক্রেট খোকা ইলিশ পাচারের সময় ধরা পড়ে। এত কড়াকড়ি সত্ত্বেও কলকাতার বাজারে একশো থেকে আড়াইশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিনশো, সাড়ে তিনশো টাকায়। ফলে, ইলিশ নিয়ে বেসাতি যে চলছেই তা বলাই বাহুল্য।
।মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]