কলকাতা কথকতা
অনলাইন অ্যাপের প্রতারণার ফাঁদে পড়লেন এই অভিনেত্রী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
তিনি এপার বাংলা, ওপার বাংলায় সমান জনপ্রিয়, বুদ্ধিদীপ্ত অভিনেত্রী বলে তার খ্যাতি আছে। সেই তিনি অনলাইন অ্যাপের ফাঁদে পড়ে খোয়ালেন কয়েক লাখ টাকা। পুলিশে অভিযোগ জানিয়েছেন, তারা সেই অভিযোগ সাইবার সেলে পাঠিয়েছে। সাইবার সেল তদন্ত শুরুও করেছে।
কিন্তু এত বুদ্ধিহীনতার শিকার হলেন কে? বলছি শ্রীলেখা মিত্রর কথা। ইন্ডাস্ট্রিতে যতজন নায়িকা আছেন তাদের মধ্যে বুদ্ধিতে এগিয়ে শ্রীলেখা মিত্র। কিছুদিন আগে নায়িকা শুয়ে ছিলেন, তার জ্বর হওয়ায় তিনি বিছানার আশ্রয় নিয়েছিলেন। এমন সময় তার মোবাইল বেজে ওঠে। অচেনা নম্বর থেকে একটি অচেনা গলা তাকে প্রয়োজনীয় একটি অ্যাপ ডাউনলোড করতে বলে।
এক্ষেত্রে শ্রীলেখা চরম বুদ্ধিহীনতার পরিচয় দেন। তিনি অ্যাপটি ডাউনলোড করেন। এরপরই মুহূর্তের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট সাফ হয়ে যায়। যদিও শ্রীলেখা বলেননি তাহলেও প্রায় কয়েক লাখ টাকা ছিল অ্যাকাউন্টে। সব তুলে নেয়া হয়। বিভ্রান্ত শ্রীলেখা থানায় যান। তারা তদন্ত শুরু করেছে।