কলকাতা কথকতা
শেখ হাসিনা-মমতা দেখা হতে পারে দিল্লিতে, কোথায়?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩০ অপরাহ্ন
প্রচুর টালবাহানার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জি টোয়েন্টি উপলক্ষে দেওয়া নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি এই নৈশভোজ দেবেন দিল্লিতে। এই ভোজ সভাতেই দেখা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনও প্রোটোকল সমৃদ্ধ সাক্ষাৎকার নয়, শুধুমাত্র কুশল বার্তা বিনিময় ছাড়া এই ভোজসভার পরিসরে আর কোনও আলোচনা হওয়া সম্ভব নয়। কিন্তু যেহেতু শেখ হাসিনা - মমতার যোগাযোগ দীর্ঘ দিনের তাই তিস্তার মতো ইস্যু নিয়ে তাদের কথা হতেও পারে। এর আগে শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সেই বৈঠকের একটি এজেন্ডা-তিস্তার পানিবণ্টন।