কলকাতা কথকতা
লগ্নি টানতে স্পেন-দুবাই যাচ্ছেন মমতা, সফর সঙ্গী কে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৯ অপরাহ্ন

লগ্নি টানার উদ্দেশ্যে ১২ সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেনে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই যাত্রায় তার সফরসঙ্গী হওয়ার সম্ভাবনা সৌরভ গঙ্গোপাধ্যায়-এর। নবান্ন সূত্রে জানা গেছে যে এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর সবুজ সংকেত পাওয়ার পরই সফরের খুঁটিনাটি আয়োজন করা হয়েছে। মমতা ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে রওয়ানা হয়ে দুবাই পৌঁছাবেন। সেখানে দুদিন থেকে স্পেনের উদ্দ্যেশে যাত্রা করবেন। বার্সেলোনা ও মাদ্রিদে কয়েকটি শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর ফের দুবাইতে আসবেন। সেখানে দুদিনে বৈঠক করবেন বিভিন্ন শিল্প প্রতিনিধিদের সঙ্গে। ২৩ সেপ্টেম্বর তিনি ফিরে আসবেন। সৌরভ এই পুরো সময়টা থাকবেন কিনা জানা যায়নি। তবে, তিনি স্পেনের বৈঠকে থাকবেন বলে জানা গেছে। মমতা লগ্নি টানার ক্ষেত্রে বাংলার সেরা বিজ্ঞাপনটিকে সঙ্গে নিয়ে যেতে চান।
কিছুদিন আগেই সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন বলে রব উঠেছিল। এখন তিনি আবার তৃণমূলের সঙ্গে বিদেশে যাচ্ছেন লগ্নি টানতে। সৌরভ জানিয়েছেন যে রাজনীতিতে তার অনাগ্রহ আছে কিন্তু রাজ্যে লগ্নি আনার ব্যাপারে তিনি সমান উৎসাহী। তাঁর উপস্থিতি যদি রাজ্যকে বিন্দুমাত্র সাহায্য করতে পারে তাহলে তিনি এক পায়ে খাড়া। তবে, মেয়ে সানার সমাবর্তন উপলক্ষে সৌরভ এখন লন্ডনে আছেন। তিনি সেখান থেকেই সরাসরি স্পেন যাবেন নাকি কলকাতায় ফিরে মমতা বন্দোপাধ্যায়-এর এনটুরেজ এর সদস্য হবেন তা জানা যায়নি।