কলকাতা কথকতা
বাংলাদেশ মিশনকে সবরকম নিরাপত্তার আশ্বাস কলকাতা পুলিশের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১১ জুন ২০২২, শনিবার, ১১:৫১ পূর্বাহ্ন
কলকাতার পার্কসার্কাসের লোয়ার রেঞ্জে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসকে সবরকম নিরাপত্তার আশ্বাস দিলেন কলকাতা পুলিশের কর্তারা। শুক্রবার পার্কসার্কাসের মোড় থেকে ১০ মিটার দূরত্বে বাংলাদেশ উপদূতাবাসের ভারতীয় রক্ষী চোদুপ লেপচা এক তরুণীকে গুলিতে ঝাঁজরা করে নিজে আত্মঘাতী হন। কালিম্পংয়ের ছেলে চোদুপ সম্প্রতি কলকাতা ট্রাফিক পুলিশ থেকে পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি হয়েছিলেন। বৃহস্পতিবারই তিনি ছুটির পর কাজে যোগ দেন। শুক্রবারই এই ঘটনা। চোদুপের মানসিক অবস্থা ঠিক ছিলো না। সে তার এক বন্ধুর খোঁজ করে তারপর পথচলতি এক তরুণীকে গুলিতে ঝাঁজরা করে নিজে আত্মঘাতী হয়। বাংলাদেশ উপদূতাবাসে তখন লাঞ্চটাইম চলছিল। অনেকেই বাসা থেকে আনা টিফিন দিয়ে লাঞ্চ সারছিলেন। মুষ্টিমেয় কয়েকজন বাইরে গেছিলেন।