কলকাতা কথকতা
নূপুর শর্মার বক্তব্য নিয়ে বিক্ষোভে উত্তাল বাংলা, পথ অবরোধ, রাফ-কাঁদানে গ্যাস
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১০ জুন ২০২২, শুক্রবার, ৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪০ অপরাহ্ন

হযরত মোহাম্মদ(সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য’র জেরে শুক্রবারও উত্তাল হলো বাংলা। উলুবেড়িয়া, ধুলাগড়, ক্যারি রোড, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া, মুর্শিদাবাদের ইসলামপুর প্রভৃতি জায়গায় পথ অবরোধ করা হয়। বিক্ষোভে উত্তাল জনতাকে সামলাতে নামে র্যাপিড অ্যাকশন ফোর্স। চলে কাঁদানে গ্যাস। বিকেলে দুষ্কৃতীরা উলুবেড়িয়ার বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ করে। পার্টি অফিসটি সম্পূর্ণ জ্বালিয়ে দেয়া হয়। দুপুরে নূপুর শর্মার বক্তব্য নিয়ে পার্ক সার্কাসে একটি প্রতিবাদ সভার মাঝখানেই উন্মত্ত এক পুলিশকর্মীর বন্দুকের গুলির আঘাতে মৃত্যু হয় এক নারীর। তারপর ওই পুলিশকর্মী নিজের গলায় গুলি চালিয়ে আত্মঘাতী হন। নিছকই কাকতালীয় ঘটনা। কিন্তু, এই ঘটনাটিকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়।