ভারত
মোদির একদিন আগেই হঠাৎ রাহুলের ভাষণ
মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে, বিজেপির অভিযোগ ফ্লাইং কিস দেয়ার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৩, বুধবার, ৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন

ভারতীয় লোকসভায় বুধবার নাটকের পর নাটক। নরেন্দ্র মোদির জবাবী বক্তৃতার আগে বৃহস্পতিবার রাহুল গান্ধী বক্তৃতা দেবেন ঠিক থাকলেও রাহুল হঠাৎই বুধবার বিতর্কে অংশ নিয়ে ভাষণ দেন। মণিপুর নিয়ে জ্বালাময়ী ভাষণ দেয়ার পাশাপাশি তিনি বলেন, মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে। ভারত ছোড়ো দিবসের দিন তিনি বিজেপিকে আহ্বান জানান ভারত ছাড়ার।
এরপরই আরও নাটকীয় কাণ্ড ঘটে। ভাষণ দিতে যাওয়ার আগে রাহুল গান্ধী বিজেপির মহিলা সংসদ সদস্যদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন বলে বিজেপির মহিলা সদ্যস্যরা অভিযোগ জানান। তারা স্পিকার ওম বিড়লার কাছে লিখিত আবেদনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন।
রাহুল গান্ধীর বক্তব্যের পর বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানী রাহুলের নাম না করে বলেন, এক সদস্য, যিনি নিজেকে খানদানি বংশের প্রতিনিধি বলে দাবি করেন আজ বিজেপির মহিলা সদস্যদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন। এতে তার বংশের পরিচয় প্রতিভাত হয়। তার দলের মানসিকতা কী তাও বোঝা যায়। আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ জানাচ্ছি, এমন সদস্য যিনি সংসদের শালীনতা বজায় রাখতে পারেন না, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার।
কংগ্রেস মনে করছে সংসদে রাহুল গান্ধীর উপস্থিতি বিজেপির অস্বস্তির কারণ হচ্ছে বলে তারা যে কোনও মূল্যে রাহুলের বহিস্কার চাইছেন। এদিন রাহুলের বক্তব্য ছিল আবেগপূর্ণ, ঝাঁঝালো এবং বিজেপির প্রতি আক্রমণাত্মক।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]