প্রবাস
স্পেনে নারায়ণগঞ্জ জেলা কমিটির পুনর্গঠন
বকুল খান
(১ মাস আগে) ৫ আগস্ট ২০২৩, শনিবার, ৭:৫৮ অপরাহ্ন

৩১শে জুলাই নারায়ণগঞ্জ জেলা কমিটির এক জরুরি সভা মাদ্রিদের লাভাপিয়েছে রাজা হিন্দুস্থানি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে । এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবু বকর চৌধুরী মামুন । কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং অনেক সদস্য স্পেনের বাইরে চলে যাওয়ায় উপস্থিত সকল সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে কমিটিতে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন একরামুজ্জামান কিরন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আহসান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক নাবিল আহমেদ।
আগামী ২৩ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির বার্ষিক বনভোজনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠনের উপদেষ্টা আবু বকর চৌধুরী মামুন জানান। সভা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণত সম্পাদক এবং অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
পরে নারায়ণগঞ্জ জেলা কমিটির মহিলা সম্পাদিকা ফারহানা ইয়াসমিন সুবর্ণা, সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজ জেলা নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]